আমরা করছি মার্কেটিং ,
বিশ্বজুড়ে চলছে প্যাকেটিং ।
জিনিস পত্রের গুণমান বজায় রাখতে,
পাকেটিং করতে হয় সাথে সাথে ।
সকল সন্দেহ দুরে গেছে ,
দরদাম ওজন গুণমান লেখা আছে।
পকেটিং এর পাতায় পাতায় ,
ডেসক্রিপশান কী সুন্দর তায় ।
ওষুধের ট্যাবলেট গুলা ,
প্যাকেটিং চলছে দুবেলা ।
হলুদ লঙ্কা ডাল কিনতে গেলে ,
প্যাকেটিং এ লেভেল দেয় ফেলে ।
লবণের সব বস্তা আছে ,
এক কেজি দুকেজির প্যাকেট রয়েছে ।
বীজ দোকানে বীজের প্যকেটিং এ ,
সব কিছু আছে সেখানে ।
বিস্কুট কেনার সময় ,
প্যাকেটে আছে সসুদয় ।
কাপড় দোকানে যাও ,
প্যাকেটিং এ সব দেখে নাও ।
ভালো মন্দ দরদাম ওজন ,
দেখে কিনো হরদম ।
সরিষা তেল নারিকেল তেল ,
ফেলা আছে গায়েতে লেভেল ।
ওষুধের সব সিরাপে টনিকে ,
নিয়ম আছে বাইরের দিকে ।
নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম ,
প্যাকেটিং এ আছে নিয়ম দরদাম ।
এতক্ষণ বুঝলাম গোড়া
পৃথিবীটা প্যাকেটিং এ মোড়া ।


                            ১১/০৯/২০১৭