বুদ্ধিমান মনুষ্যজাতি জীবের জন্ম হতো কী?
ভেবে মোরা পাগল হই,পৃথিবী যদি না থাকত -!
অশোক ছিলেন লোভী অতি, কলিঙ্গ আনল শুভোমতি,
কঠিন প্রতিজ্ঞা করলেন তিনি,প্রজা মঙ্গলে হলেন ব্রতী।
আকবর ছিলেন মহান,প্রজাদের জন্য কত কী করলেন,
সর্বধর্ম সমম্বয়ে, সম্প্রীতি আনায়নে, দীন ইলাহী বানালেন।
শ্রীকৃষ্ণ মহম্মদ যীশু খ্রীষ্ট, মহাবীর কবীর নানক গুরু,
মানবিকতার কথাগুলো ধর্মগ্রন্থ থেকে শুরু।
ইংরেজ ছিল বড় লোভী, কলে কৌশলে করল কত কী!
পৃথিবী না থাকলে পরে এ সব হতো কী?
আমেরিকা খুব শক্তি ধরে, অ্যাটম বোমা জাপানে মারে,
আজ তাকিয়ে দেখো চারিধারে, ভেবে দেখো মন নিজেরে!
হিটলারের বল, নেপোলিয়নের সেনাদল,মানবহিতে করলো কী?
ভেবে মোরা পাগল হই, পৃথিবী যদি না থাকত- ই!
স্বাধীনতা আন্দোলনে,মাস্টারদা, ক্ষুদিরাম বসু, নেতাজী,
ভারত মাতার স্বাধীনতায় অবশেষে মহাত্মাজী।
মহান মুজিবর রহমান, তিনিই বাংলাদেশ বানান,
ইন্দ্রাজী ছিলেন অতীব মহান, পরাজিত হলেন ইয়াইয়া খাঁন।
রামমোহন রায় লন্ডনে গেলেন এলিজাবেথের শাসন কালে,
' সতীদাহ' প্রথা উঠে গেল লর্ড বেন্টিংয়ের আমলে।
সপ্ত মহাসাগরের নাম মনে হতো না কোন কালে,
ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, থাকতো অতল তলে!
আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবতো না,
পৃথিবী না থাকলে পরে এ সব ঘটনা ঘটতো না।
ফ্রান্স ইংল্যান্ড চুপচাপ, আমেরিকার ধুপধাপ চীনের কারচুপি,
পৃথিবীর উপর পাকিস্তান,এতো অন্যায় করতো কী?
গাড়ি ঘোড়া জ্বালানি পুড়া, ইটভাটা কলকারখানা,
এনেছে সর্বনাশা উষ্ণায়ন, প্রকৃতির বুকে দাগছে হানা।
মেরুপ্রদেশে বরফে ঢাকা, ছমাস দিন ছমাস রাত,
একদিন থাকলে মোরা, হযে যাবো কুপোকাত!
মারুপ্রদেশের বরফে, কুকুর টানে শেলজগাড়ি,
সমতলের চাষীরা সব,ধান নিয়ে যায় বাড়ি বাড়ি।
নরওয়ের হামারফেস্ট হলো, নিশীথ সূর্যের দেশ,
আসামের মৌসিনরাম গ্রামে, সবার চেয়ে বৃষ্টি পড়ে বেশ।
দুরদর্শন না হলে পরে, কিছুই মোরা দেখতাম না,
পৃথিবী না থাকলে পরে, এ সব কিছুই হতো না।


                                   ০৫/০৭/১৭