রাত পোহালে সূর্য উঠলে
তখন  হয় সকাল,
পাখিরা উড়ে গিয়ে
বসে মাঠ বিল খাল।
শিশু গন দেয় মন
নিজ নিজ পাঠে,
রাখাল বালকেরা যায়
গরু নিয়ে মাঠে ।
চাষীরা চাষ করে
নিজ  নিজ খেতে,
অলি সব মধূ খায়
ফুলের উপর বসে।
ভনভনিয়ে  ভ্রমর উড়ে
ফুলের  বাগানে,
প্রজাপতি পাখা মেলে
উড়ে বসে ফুলে ।
জেলেরা জাল ফেলে
নদী খাল বিলে,
বৈঠা বেয়ে যায় মাঝি
ডিঙি নিয়ে জলে।
ভারিরা ভারি নিয়ে
রাস্তায় চলে  হন  হনিয়ে,
মাছিরা মোষের মাথায়
উড়ছে তারা ভন ভনিয়ে ।
শহরের রাস্তায় লাইন দিয়ে
গাড়ি গুলো চলছে,
হকারিরা পেপসি লও'  বলে
সুর করে হাঁকছে।
অফিস কর্মি বাস ধরবে বলে
জোরে জোরে হাঁটছে,
শিক্ষক গন স্কুলে যাবে বলে
অটো গাড়িতে চলছে।
সকালে মায়েরা গৃহে গৃহে
ব্যস্ত থাকে  কাজে,
শ্রমিকরা পৌঁছায় কল কারখানায়
ঘন্টা যখন বাজে।
দোকানে দোকানে ক্রেতাদের
ভিড় জমে উঠেছে,
ক্রেতাদের সমাগমে বাজার
কী সুন্দর জমেছে।
বন মাঝে গাছের নীচে
হরীণ পাল চরছে,
গাছের ডালে বাঁদর গুলি
ভুলুক ভুলুক তাকাচ্ছে।
বাঘ গুলি শিকার খোঁজে
ঘুরে ঘুরে বেড়াচ্ছে,
গাছের  মাঝে  পাখীগুলি
কিচির মিচির ডাকছে।
মাঠের মাঝে রাখালেরা
গান গেয়ে চলেছে,
সকালের রোদে নীল আকাশে
কী সুন্দর লেগেছে।
সকাল হলো জীবের
জীবনের কৈশোর বেলা,
এ সময় শুরু হয়
জীবনের  সকল খেলালীলা ।
সকালের আলোয় কী মধূর
লাগে বায়ুর আদর,
কিশোর কালে প্রকৃতির
পরিবেশ লাগে অতি মধূর।


প্রকাশিত ০৯/১০/২০১৭



***** সমাপ্ত *****