সুখের ও লাগিয়া এ ঘর বাঁধিনু
পুরি বারে মন বাসনা,
সে আশায় পড়িল ছাই
সে কথা কী বলিব ভাই !
এ যেন মরীচিকার ছলনা মম সনে,
সখা যাহার ও লাগিয়া
এ দেহ মন সঁপিনু যৌবনে।


অসুস্থ হলে পথ্য চাহিলে
অসুধ কেহ নাহি যোগাইল হে,
পথ্যের ভাবনায় রোগের যাতনায়
জীবন সংশয় দেখা দিয়াছে যে,
সেকথা ভাবিলে অশ্রু শলিলে হানে ব্যাথা মনে,
সখা যাহার ও লাগিয়া
এ দেহ মন সঁপিনু যৌবনে।


হাঁটিতে পারিনা চরন চলেনা
দেহ থর থর করে কাঁপে যে,
বৃদ্ধ বয়সে স্ত্রী বসে না পাশে
ঘুরিয়া বেড়ায় আশে পাশে,
চলে সে আপন মনে,
সখা যাহার ও লাগিয়া
এ দেহ মন সঁপিনু যৌবনে।


পুত্র পরিজন ভাবেনা কখন
বৃদ্ধ পিতা মোর আছে একজন,
বয়স কালে খাটিনু সন্ধ্যা সকালে
স্ত্রী পুত্র সকলে চলে যেন স্বচ্ছলে,
সে কথা এখন কাহার নাই মনে,
সখা যাহার ও লাগিয়া
এ দেহ মন সঁপিনু যৌবনে।


বিধির বিধানে যাই যদি যমের ভবনে
ইহ লোকে মোর কী দশা হইবে হে,
কে করিবে দাহ শবের সৎকারো
ঘৃনার পাত্র হয়ে পড়ে রব যে,
সে কথা ভাবিলে অশ্রু শলিলে ভেসে যায় বদনে
সখা যাহার ও লাগিয়া
এ দেহ মন সঁপিনু যৌবনে।


সে দুঃখের কথা হানে শুধু ব্যাথা
দু নয়নে অবিরল বারি ঝরে,
আমার সকল ও করম হইলো বিফল
বাঁচিব আমি কাহার ও তরে,
এ বিসম আঘাত হানে প্রানে মনে,
সখা যাহার ও লাগিয়া
এ দেহ মন সঁপিনু যৌবনে।


আমার যা ছিল শকতি ইষ্টে ভকতি
সব  কিছু বিনাশ দিয়াছি যে,
শক্তি হারাইয়া ভক্তি ফুরাইয়া
এখন কোনো উপায় দেখিনা যে,
দিশা হারা হয়ে পথ ভুলে বসিনু ঘরের কোনে,
সখা যাহার ও লাগিয়া
এ দেহ মন সঁপিনু যৌবনে।



রচনা - ৩০/১২/২০১৮