অবশেষে দিনের শেষে,
বিহঙ্গম সব বিহার শেষে,
ডানা মেলে ফিরছে নীড়ে।
পিঁপড়ে গুলিমুখটি তুলি,
আহার খেয়ে খাদ্য নিয়ে,
ফিরছে বাসায় সারে সারে।
মৌমাছি সব গুনগুনিয়ে,
মধু পিয়ে মধু নিয়ে,
চাকে ফিরছে ভনভনিয়ে।
সুন্দর ফুলে বসে অলি,
মধু পিয়ে গেল চলি,
ঝরে পড়েছে মলিন হয়ে।
চাষী ভায়েরা ক্ষেত খামারে,
দিন ভর কাজ করে,
ফিরছে সবে গৃহ পানে।
হাট ভেঙে হাটুরিয়ারা,
বাজার নিয়ে মাথায় তারা,
ফিরছে ঘরে সংসারের টানে।
অফিসের কর্মি গন,
ছুটে চলে হন হন,
গাড়ি চড়ে ফিরে বাড়ি।
কারখানার শ্রমিকরা,
ছুটি পেয়ে ছুটে তারা,
তাড়াতাড়ি ধরে গাড়ি।
স্কুল ছুটি হলে,
ছাত্রছাত্রী দলে দলে,
গৃহে ফিরে যায়।
আদালত হলে শেষ
বন্ধ হয় সব কেষ,
আদালত খালি পড়ে রয়।


সন্ধ্যা বেলা বিদায় মেলা
চারিধার ফাঁকা রয়,
সময় হলে বিদায় কালে
সব চলে যেতে হয়।
দিন শেষে সন্ধ্যা আসে
আলো চলে যায়,
জীবন শেষে অন্তিম আসে
মৃত্যু গ্রাসে তায়।


        ০২।১০।১৭  
:ঃঃঃঃঃঃঃঃঃ সমাপ্ত ঃঃঃঃঃঃঃঃঃঃঃ