শোকাঘাতে দুঃখ বেদনাতে
     মন স্থির থাকে না,
হারিয়ে আপনজন দুঃখে মগ্ন মন্
     উপায় অন্ত পায় না ।
মন বুঝানো শোক ঘুচানো
     আপন জনের বুঝান ।
লাভের আশা দেখায় দিশা
     তাকেই বলে সান্ত‍্বনা ।


'অ্যাকসিডেন্ট,হলে পুত্র কন্যা প্রান হারালে
      মা বাবা কি দুঃখ না পায় ।
কোথা গেলে বাছা, বৃথা মোদের বাঁচা
      গেলে কোথা দেখা পাবো তোমায় ।
মুন্ডু কাটা গেলে ,ধড় মুণ্ডু জোড়া দিলে
      জোড়া কখন ও লাগে না ,
এ দারুন শোক ,কিভাবে হবে বিলোপ
      পায়না কোন নিশানা ।


মা বাবা মারা গেলে ,কবরে শ্মশানে নিয়ে গেলে
      মুখে সবে বলে আল্লা হরি,
স্ত্রী পুত্র কন্যা, সবাই করে কান্না
      কোথায় গেলে তুমি আমাদের ছাড়ি ।
কারুর বড় ক্ষতি হলে বড় চিন্তায় পড়লে
      আহার নিদ্রা ছেড়ে যায় ,
এ দারুন জ্বালা শত দুঃখের মেলা
      শান্তি স্বস্তি নাহি পায় ।


এক নম্বরের ফেরায় প্রথম পুরষ্কার হারায়
      রিক্শা ওয়ালা  এক কোটি টাকা পায়,
কী  দারুন  বেদনা, দেওয়া হয় সান্ত‍্যনা
      বিশ হাজার টাকায় দুঃখ দুরে যায় ।
বুড়ো  বৃদ্ধ হলে ,বাবা মা  কে না দেখলে
      বৃদ্ধ মা বাবা বড়  দুঃখ পায়,
সংসার  করতে  গেলে কখন  ও ঝামেলা বাধলে
      সংসারের কত অশান্তির  ঝড় বয়ে যায়  ।


সান্ত্বনা  হলো  জল নিভায় শোকানল
      তাই দুঃখের সময় আসে আপন জন,
আসে দাঁড়ায় পাশে বুঝিয়ে দুঃখ নাশে
      হে  আপনজন তুমি তো পতিত  পবন।



়়়়়়়়়়়  সমাপ্ত   ়়়়়়়়়়়