যখন আমি খেলতে বসি ,
মনটি আমার বেজায় খুশি ।
আমি যখন অঙ্ক কষি ,
চিন্তা করি নীরবে বসি ।
বৃষ্টি যখন নামে জোরে ,
আমি তখন থাকিনা ঘরে ।
বলতে পারো মা জননী
তুমি কেন দাও বকুনি ?


দাদুকে আমি বেজায় মানি ,
তাই কাছে বসে গল্প শুনি ।
দিদা আসলে বেজায় খুশি ,
কাছে গিয়ে আমি বসি ।
রোদে যখন উড়াই ঘুড়ি ,
মজা লাগে ছাড়তে দড়ি ।
বলতে পারো মা জননী
তুমি কেন দাও বকুনি ?


বন্ধু যখন খেলতে ডাকে ,
ছুটে যাই মাঠের দিকে ।
সারাটা দিন  দৌড়াদৌড়ি ,
পড়তে বসে ঘুমিয়ে পড়ি ।
পড়তে বসে ফাঁকায় আসি ,
দেখতে আসমানে পূর্ণ শশী ।
বলতে পারো মা জননী
তুমি কেন দাও বকুনি ?


সাপুড়ে ডুগডুগি বাজালে ,
আমি সোজা যাই চলে ।
আম গাছে আম ঝুললে ,
দিন দুপুরে যাই চলে ।
আমি যখন পুতুল গড়ি ,
তুমি তখন নাও কাড়ি ।
বলতে পারো মা জননী
তুমি কেন দাও বকুনি ?


আমি যখন ধুলায় পড়ি ,
আনন্দে খাই গড়াগড়ি ।
আমি যখন জলে পড়ি ,
তুমি তখন ধরো ছড়ি ।
পরিশেষে মা শুনতে চাই ,
তুমি কি শিশু ছিলে নাই ?
বলতে পারো মা জননী
তুমি কেন দাও বকুনি ?