আদিমাতা বসুমাতা শুনে না কোন কথা
মায়ায় ধরে রেখেছে সকল জীব ও বস্তুকে বুকে ধরি ,
ধরিত্রীর উদ্ভিদ প্রাণী হিংস্র নিরীহ সকল জীবের মা
আবদ্ধ রয়েছে সকল সন্তানের মায়ায় পড়ি ।
            চড়ুই পাখির বাচ্চা
            মা চড়ুয়ের খাওয়ানোর কী ইচ্ছা
            অবিরত দিচ্ছে যোগান ,
             গাই গরুর বাছুর হলে
           বাছুরটি দূরে গেলে
           মা হাম্বা হাম্বা করে
          আহা! মায়ের কী টান ।
          মা বানর বাচ্চা নিয়ে
          গাছে গাছে লাফ দিলে
          বাচ্চাটি আকরে ধরে মায়ের কোল,
          আহা , মায়ের কী ভালোবাসা !
          বাচ্চা কী ভুলে কভু  ?
          বাচ্চা নিয়ে মা খায় শুধু দোল ।
         কাকের বাসায় বাচ্চা থাকে
         মা কাকের কী টান তাকে !
         কেউ এলে কা - কা করে ছোঁ মারে ,
         সাত আটটা বাচ্চা কোলে
         মা কুকুর কী কষ্টে চলে !
         তাদের দুধ খাওয়ায় আদর করে ,
          বাঘিনী হিংস্র প্রাণী
          গরু মোষ মহিষ মারি
          নিজে খায় আদর করে বাচ্চাকে খাওয়ায় ,
          বন্য প্রাণী দেখলে পরে
          গর্জিয়ে ঘাড়ে লাফিয়ে পড়ে
           ভুলে যায় সব বাচ্চার মায়ায় ।
            আষাঢ় শ্রাবনে খালে ও পুকুরে
             শোল পোনার ঝাঁকে
             মা শোল লুকিয়ে থাকে ,
              কোন শব্দ এলে
              পোনার ঝাঁক অন্য দিকে গেলে
               মা শোল যেতে থাকে পোনার বাঁকে
               ধান যব শর্ষে শীর্ষ গুলো ধাপলে
               বীজ যখন পেকে যায়
               মা গাছ তখন মারা যায়,
              বৈশাখ জৈষ্ঠ্যে আম গুলো পাকলে
             লোথায় লোথায় ঝুললে  
          পশু পাখি মানুষেরা মজা করে তাদের খায়।
             মুরগির ডিম হলে
             মা মুরগি দিনরাত ' তা ' জাগে
             খাওয়া নেই নেই চলা বুলা ,
              ডিম ফুটে বাচ্চা হয়
              না খেয়ে বাচ্চাদের খাওয়ায়
              সে কথা যায় না ভুলা !
              ঘরের চালে লাউ গাছ বায়
              সরু দড়ির মতো দেহখানি হয় ,
              মা গাছ কেমন করে ধরবে বল ?
              একটা লাউ এর ওজন
              সাত আট কেজি প্রায় !
              মা কঙ্গারুর পেটে থাকে থলে
              হিংস্র জন্তু এলে
              বাচ্চা ছুটে যায় চলে ,
              লুকায় গিয়ে মায়ের কোলে
              বাচ্চাটি বেঁচে যায়
              মা কঙ্গারু লাফ দিলে ।
              মা তেলাপিয়া মাছ
              কী আশ্চর্য কাজ !
              শত্রু মাছ এলে নিজের কাছ
              পোনা টেনে নেয় মুখের  মাঝ
              মা মাছের এ কেমন ধাঁচ !
              লক্ষী পেঁচা থাকে কোটরের মাঝে
               ডিম ফুটে বাচ্চা হলে
               মা পেঁচা খাওয়ায় যত্ন করে,
               খাওয়া নেই ঘুম নেই সারারাত ধরে
              বাচ্চা যতদিন না উড়ে গিয়ে রাত্রে চরে।
              সকল জীবের মা নিজ নিজ সন্তানকে
              ধরে রেখেছে বুকে ,
              এ কী মায়া !
              চেয়ে দেখ দিকে দিকে ।
              এভাবে মায়ের গুণের কথা কইব কত ?
              আসে না আর মাথায় ,
              বড় করে সন্তানদের কত দুঃখ যন্ত্রণায়
              মা যে জীবন্ত দেবী এ মর্ত ধরায় !
  
     ********     সমাপ্ত   **********
                                     ০৩/০৮/২০১৭