সূর্য্য যদি না থাকতোই পৃথিবী থাকতো কোথায়?
এসব কথা ভাবতে গেলে, কিছুই আসেনি মাথায়।
কোথায় পেতাম মোরা , সূর্যের উজ্জ্বল আলো?
সুন্দর পৃথিবী হয়ে যেতে চিরতরে কালো।
দেখতে কী পেতাম মোরা, রজনীতে বিধু মুখ?
মানব জীবনে মোরা,চিরতরে পেতাম বড় দুঃখ।
কোথায় দেখতে পেতাম মোরা , তুষার ধবল পাহাড়?
শষ্য শ্যামল প্রান্তরে মোরা, করতাম কী বিহার?
মেঘ আকাশে পূর্ব দিকে, রামধনু কে দেখতে পাই,
ভেবে মোরা পাগল হই, সূর্য্য যদি না থাকতো-ই!
গাছের পাতা সবুজ দেখায়, এ সব কথা জানে কে?
অপরাজিতা দেখায় নীল, নীল আকাশের আলোতে।
খাদ্য খেয়ে বাঁচে জীব, নেচে বেড়ায় ভালো,
এসব কথা বুঝে না তারা, খাচ্ছে সূর্যের আলো।
দেখতে বড় সুন্দর লাগে, অকুল সমুদ্রের ঢেউ,
সূর্য্য ছাড়া হতো কী , এসব ভাবে না তো কেউ?
সমুদ্রের বড় জীব, নামটি হলো নীল তিমি,
বড় আকার কোথায় পেতো? সূর্য্য ছাড়া হতো কী?
সিংহ হলো পশুরাজ, অটুট শক্তি হলো তার,
সকল পশু বশে তার, এতো শক্তি বলো কার?
সুন্দর আকাশের তারা, ময়ূরের পেখম ধরা,
ভেবে পাগল হই মোরা, সূর্য্য ছাড়া করবে কারা?


আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আকাশের বজ্রপাত,
এ সকল ঘটনার , সূর্য্য কী গেল বাদ?
বিদ্যুতের ছটা, কৃষেকের ধান কাটা, দেখতে পেতাম কী?
ভেবে মোরা পাগল হই, সূর্য্য যদি না থাকতো-ই!
কোকিলের কুহু কুহু ডাক, শীত বর্ষা, দিনরাত,
ভাবতে পারবো না মোরা, সূর্য্য কে দিলে বাদ!
গ্রীষ্মের দাবদাহ, জাম লিচু আমের কী স্বাদ!
ভাবতে পারবো না মোরা, সূর্য্য কে দিলে বাদ!
আলু কুমড়া কচু, কফি টমাটো আরো কত কী?
ভেবে মোরা পাগল হই,সূর্য্য যদি না থাকতো-ই!
ঝাড়খণ্ডের দেওঘরে সৎসংঘ আশ্রম হতো কী?
সূর্য্যদেব না থাকলে পরে এসব কিছুই হতো নি!
জেমস্ ওয়াট এডিসন রাইটভাতৃদ্বয়, করলেন কত সাধনা!
সর্য্য না থাকলে পরে , এসব কিছূই হতো না।
গ্রহে গ্রহে যোগাওযোগ, উপগ্রহের বিনিয়োগ,
সূর্য্য যদি না থাকতো, আমরা পেতাম বড় শোক।
ঘরে বসে গান শুনি, দেশ বিদেশ সকল জানি।
এ সকল হতো কী? সূর্য্য যদি না থাকতো-ই!
নিউটন, শেক্সপীয়ার, রবিঠাকুর, করলেন কত সাধনা,
জগদীশ বসুর উদ্ভিদ তত্ত্ব , বিশ্বজগৎ জানতো না।
রাশিয়া আমেরিকা শক্তি ধরে, চীন তার পাশে ঘুরে,
অ্যাটোম বোমা ফুটলে পরে, সারা জগৎটা পুড়ে মরে।
এতো শক্তি ধরল কারা,সূর্যদেবকে জানালো যারা।
সাবধান না হলে পরে , সকল কিছুই হবে হারা।


হে সূর্য্যদেব , নক্ষত্র কুলের মধ্যে তুমি পুজ্য আমাদের,
বসুমাতার তোমারি কৃপায়,লভেছি জন্মম মানবের।
অহিংসার পথে এসো মানুষ ভাই সূর্য্যদেবকে সবাই কাজে লাগাই,
এসো মোদের মানুষ ভাই,সূর্য্যদেব কে প্রনাম জানাই।


              ৪/০৭/২০১৭  
:ঃ :ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ সমাপ্তঃঃঃঃঃঃঃঃ