আমাকে আনত করো বোধেরা এমন-
স্ফটিক জলের বুক চুমে যায় মাছেরা যেমন
বিজন পৃথিবী ঘুমায় বড্ড একা......
সুহাসিনী রমণী এক ; রাতের স্বপন ।


চাঁদের পাহাড় থেকে চুয়ে পড়ে-
গলে পড়ে বরফের বুক,
এখানে ফুলের পরে ডানা মেলে
নীল প্রজাপতি ।


দু’হাত বাড়িয়ে থাকি আহত ডানায়
খসে পড়ে স্ফুলিঙ্গ , তারার বসন
ধানের পরে ধান-দোল খায় পুবান বাতাস
হয়তো পৃথিবী বহে স্মৃতি তার ,
দোয়েলের শিসে জাগে প্রভাতের মুখ
আহা মনোহরি নারী ! রুপের আবেশ
প্রিয় স্বদেশ । আমার বাংলাদেশ ......