বিদায়ের বারতা নিয়ে আসে মরু আফতাব
জীবন সাহাহ্নের গোধূলী লগ্ন
দিয়ে যায় মহাডাক ।
এলো সেই মহা বাণী, শোনায়ে বিদায়ের হাতছানী
" যখন দেখিবে খোদার মদদ আসিবে
দাখেল হইবে দ্বীনের মধ্যে মানুষেরা দলে দলে
মুখরিত হইবে তামাম জগত বিজয়ের কল্লোলে ,
অতঃপর করিবে ইস্তেগফার-
গাহিবে স্তুতি খোদার
ক্ষ্মিবেন নিশ্চয় ;নিশ্চয়ই
তিনিতো মহান বিশ্বপালক করুনার আধার "।


খোদার হাবিব তিনিই পৃথিবীর আফতাব
শুনিয়া সেই করুন ডাক
কেমনে থাকিবেন নিরবে বসিয়া
একেবারেই নির্বাক ?


চলে ইস্তুতি- মহা প্রস্তুতি
প্রিয় সহচর ঘর থেকে পর
জাগিয়া উঠিল সবি
বিদায়ী ভাষণ শোনাবেন এবার
মানবের প্রিয় নবী ।


লাখ জনতার ভীড়
গগন ছেদিয়া ওঠে তাকবীর
কাঁপিয়ে আরশ তীর ।


জাবালে রহম চূরায়
মানবের নবী দাঁড়িয়ে নিটোল
মানবতার বাণী শোনায় -
নিশ্চয় জানিবে হে বিপ্লবী বন্ধুগণ
আজিকার এ দিনে নিরাপদ যেমনি তোমাদের মাল-জান
জীবন ব্যাপিয়া সকলের তরে সকলে
রাখিও সমান সন্মান ।


হে প্রিয় অনুচর শোন ফের সবাই
মুসলিম সবে একে অপরের হয়ে যাবে
ভাই ভাই ।
তুমি আমীর-ধনিক ,আছে বিস্তর ধনের ভান্ডার
তুমি মুনিব ,আছে অজস্র নফর-চাকর
তাদের তরে করিবে সুবিচার- দিয়ে সব অধিকার
খোদার বিধান মেনে করিও সমতা ক্ষমতার !
তুমি যাহা পড়িবে , খাইবে
তাদেরও তাহাই দিও
আপন ভ্রাতৃ জানিয়া তাহাদের
বুকেতে টানিয়া নিও ।


আর জায়াগণ তোমাদের-
জানিও তোমরা তাহাদেরই পতি
তাহাদের সন্মিয় সমতার ভাব
মধুমাখা দম্পতি ।


হারাম হারাম তোমাদের জন্য
অসংখ্য দলাদলি
ধর্মে বিভেদ , বাড়া-বাড়ি নহে
গেনু সকলেরি বলি ।


হ্যাঁ হ্যাঁ পূনঃবার শোন এই ফরমান
আমার দেখানো পথ ছাড়া
আর কোন পথ করিবেনা সন্ধান
নইলে নিভিবে খোদার দ্বীন-খুশি হবে শয়তান ।


কোরান , কোরান - খোদার বিধান
ধরিও শক্ত করে
ধারন করিও হৃদয় গহীনে
মুক্তি মিলিবে ঘরে ।


নিমিশেই লক্ষ জনতার নামে নিরবতা-
আবারো বিবৃতি শোনান রাসুল
শোনান অমীয় বাণী মুক্তোয় গাঁথা
" হে মানবমন্ডলী ! আমি কি দিয়েছি পৌছে
আমার খোদার বারতা ?
লাখ জনতার ঢেউ বলে কন্ঠছাড়ি-
নিশ্চয় নিশ্চয়ই , হে মানবের কান্ডারী !
নবী ফের কহেন -তবে দিক দিগন্তে ঘোষিবে এই বারতা
আজ থেকে পূর্ণ হলো বিশ্ব মানবতা ।