নিমের সারির মত দাঁড়ায়ে বিজন
প্রকৃতির ঘ্রাণ থেকে উঞ্চ আদর
আমাদের পৃথিবী থেকে অনন্ত গভীরে
প্রান্তরের বুক চিরে আরো বেশ দূরে ..................
হৃদয় কন্দরে আঁকা প্রেমের মন্দির
অভ্রভেদি চোখ খোঁজে এক বিম্বিত আলোর পরশ ।


কবে সে দেখেছে যেন প্রতিমার সেই প্রতিরুপ
হাজার রাতের পর রাত জেগে জেগে
নির্মাণের নির্মোহ এক নির্ঘুম চোখ
আর জাগে নক্ষত্র আকাশে আপন
কৃষাণের লাঙলের মতই তীক্ষ্ণ ফলা
এফোড় ও ফোড় চাষে মানব জমীন ।


অহর্ণিশ তপ্ত হয় নির্জলা শস্য কণা
ডাকে তারে কেউ যেন অমোঘ বন্ধনে
গুঞ্জনে মঞ্জুরিত আমের মুকুল
ঝরে পড়ে অকাল এক পুবান বাতাসে
তবু জাগে , জেগে রয় মানবের মন
পৃথিবী বদলে যেমন কালের কেতন ।