এমন বন্ধু কভূ কোথা পাবে আর
তোমার খুশিতে খুশি ;দু:খে দু:খ তার
যদি তুমি তালি মারো দুই হাত তুলে
সেও তালি মারে ঠিক হিংসেটা ভুলে।


কখনো বা যদি তুমি মুখ ভ্যাংচাও
তোমার মত ঠিক সেও করে তাও
হেসে হেসে যদি তুমি খাও লুটোপুটি
তোমাকে স্মরণ করে সেও খুটি খুটি।


এমন বন্ধু আর কে আছে ধরায়
তুমি যা কর বন্ধু, সেও করে তায়
যদি তুমি খুশিতে মারো ফের ঘুসি
সেও মারে ঘুসি ফের ঠিক ঠুশি ঠুশি।


যদি খুশি হও ; কিংবা হাত তুলে নাচ
সেও নাচে তোমার মত যাচো নাইবা যাচো!
যদিও বা গাল ফুলে ধর বায়না
সেও ঠিক করে তাই কম যায় না।


এমন বন্ধু তুমি যদি খুঁজে পাও
দ্বিধা নাহি কর ভাই তার কাছে যাও,
যদি বা রাগে ক্ষোভে জানে তারে মারো
তোমাকে স্মরিবে না হেথা সে এক বারও।


এমন বন্ধু কোথা ? কেউ কয় না
কিযে কও কিযে ধাঁ ধাঁ -এমন হয়না,
তোমার আঘাতে যে প্রতিশোধে যায়না
সেই তো সুজন জানো- নাম আয়না।