# #
নিসর্গ তার পকেটেই ছিল
কুড়িয়ে পাওয়া সেই আধুলির মতই
স্বপ্নের প্রজাপতি উড়ে এসে বসে কঁচি মুখে
আর সে আতঙ্কিত মুখ নিয়ে তাকায় -
সুনীল আকাশটায় গর্জে ওঠে
বারুদের বোমারু বিমান
নিমিশেই সব স্বপ্ন ভেসে যায় ধ্বংসের অতল গহবরে


নিসর্গ হয়ে যায় রক্তের উড়ন্ত ডানা
মুখ থুবরে পড়ে রয় একটি সিরিয় ঘাস ফড়িং ।


নদী - মরে মরুক । ধূসর হোক প্রকৃতির সোনামুখ
নারীতো কবেই ভূলে গেছে আপন সংসার ,
মানবতার চিড়িয়াদের উপোসী ধুমল চোখ ;
নিরাপত্তা পরিষদের সুসজ্জিত টেবিলে
স্বাক্ষরিত হয় আরেকটি হিরোশিমার শোক প্রস্তাব
জ্বলে মৃত্তিকা , মানুষের মুখ -সিরিয়ার আগামী যিশু !


এভাবে পারিনা নিসর্গের কুড়াতে অভিশাপ
আমাকে নিয়ে যাও দূরে আরো দূরে
বহু দূরে
যেখানে প্রজাপতি গায় গান ফুলের পরে ।


অগণিত কন্ঠে শুনেছি বহুবার
কাক নাকী খায়না কাকের অস্থি মাংস
অথচ আমরাই বড় বেশি তৃপ্তির ঢেকুর তুলি
মানুষের রক্ত মাংসের নাকী খুব বেশি স্বাদ !


রাত থেকে দিন
দিন থেকে রাত
মানুষ খেঁকোদের কি উন্মাদক্ততা !
অহর্ণিশ বোমার আঘাতে বিক্ষত হয়
স্বজনের হাসি মুখ ,মৃত্তিকার কোমল বুক ।


আরাকান ,আলেপ্প - দামেস্কের সিক্ত মাটি
আফগান ইরাক - এশিয়া - ইউরোপ
যুদ্ধবাজদের বেশ উর্বর ক্ষেত্র
মরছে মানুষ , আগামীর স্বপ্ন
সভ্যতার সেই নক্ষত্র ।