আজ সকালের শিশির কণা-
ম্লাণ মুখ সোনা শিশুটির,
কুমড়ো কুসুম যেন মায়াবী দু'চোখ
ধুয়ে দেয় দু'গন্ড তার ; শিলাবৃষ্টি ।


বড়ই চঞ্চল তার চোখের তারা
নুয়ে পড়া লতা হেন কঁচি দেহখানী
অহর্নিশ নিরুত্তাপ হৃদয় জমিন
দেখে না আর চোখ তার - লতা,ফুল , ফল
প্রজাপতির উড়োউড়ি ;
ঘুঘুদের ডাক
নদী কিংবা বিকেলের স্নিগ্ধ বাতাস ।


দু'চোখ এখন তার হিংসার লাভা ছাড়ে
খুব বেশি অভিমান হয় তার -
ফেসবুক, আইফোন ,ম্যাসেঞ্জার
প্রযুক্তি ভাইটিকে ,
যেখানে লুকিয়ে রয় নিজেরই প্রতিদন্ধী মুখ
আপন মানুষের কোমল আদর
এখন সে  হতে চায় জীবন্ত এক যন্ত্র মানব .........।


** ৭/২/২০১৮ **