আজকাল ইচ্ছেরা খুব বেশি ডানা মেলে
বিস্তর স্বপ্ন আঁকে ; সাদা মেঘ- আকাশে- নির্জণ প্রান্তরে
দু'চোখ রঙ্গীন হয় বসন্তের হাতছানীতে
ম্লাণমুখ উজ্জল হয় আরো সবুজের সতেজ গহনে ,
সমস্ত ক্লান্তি ঝেরে দুলে ওঠে মনের গহীন ।


নিমিশেই তড়িতাহত হই,তার সাথে যেন কত কালের সখ্যতা
একটি ভার্চুয়াল প্রেম আমাকে ভাসিয়ে নেয়
ঢেউ থেকে ঢেউয়ে , আমি ভেসে যাই-
পৃথিবীর প্রান্ত থেকে আরেক প্রান্তে
গোটা পৃথিবী যেন এখন আমার পকেটে
গুজে রাখা ঠিক ঝকঝকে একটি দোয়েল মার্কা নোট ।


নারী তুমি আর এসো না আমার অস্তিত্বের ত্রিসিমায়
কি সাধ্য আছে তোমাকে ক্যানভাসে ফুটিয়ে তোলার !
একজন কবি তো শুধুই স্বপ্ন দেখে
সারাবেলা খোঁজে বিকেলের ভেঁজা রোদ
প্রজাপতির নরোম ডানার পরে একমুঠো ফুলের সৌরভ.........


নিজেকে বিম্বিত করতে চাও ?
বেশ তবে চলে যাও কোন শিল্পির নির্মাণি চোখে
তারাই ফোটাতে ও ফুটতে পারে ,
আর পাথরের গহীনে কবিদের বস-বাস
এখানে শিল্পরা বড়ই আলো-আঁধার মুখী-
যদিও সেই সৌরভ ছুঁয়ে যায়
নদী - পর্বত-কৃষাণের চাষের জমিন !


আজকাল ইচ্ছেরা ডানামেলে
চিরকাল জেগে থাকার মোহে
যেন পাথরের হৃদয় থেকে
বেড়ে ওঠা কোন জীবন্ত অর্কিড ।