ঝরা পাতার মত ঝরে পড়ে কালের রেণু
জীবনতো দাঁড়াবার নয় ; তবুও থমকে দাঁড়ায় !
বসন্তরা আসে-যায় ;মিহি কোন ঢেউয়ের প্রলাপ
পড়ন্ত বিকেল বেলা , অনুগামী রোদের মতন ।


কেউ থেমে নেই, চাষে তার আপন জমীন
আমিই নিভৃতচারী-অগ্রন্থিত পঙক্তির পীঠ
সুডৌল প্রেম নয় ; নয় কোন বিবসনা চাঁদ
বুকের বোতাম খুলে ডাকে তবু কোনো ইস্টিশন ।


দীঘল পথের শেষে নিঃসঙ্গ ঘরে ফিরি- একা
অনাড়ম্বর পানশালায় ।গোধূলির জীর্ণ আভায়
কষ্টের কুহেলিকা জেগে ওঠে,চোখ তার ধূসর ধূমল
তবুও কাছে ডাকে , চুম্বকের অনুসারী এক-


প্রকান্ড শেকড় টানে - মাটি তার গহীনে গভীর
রিক্ত  হস্তে ফিরি ,বুকে বিঁধে হতাশার তীর -
প্রগাঢ় আঁধার থেকে ফিস ফিসে বলে যায় কেউ
ফেরার সাথীরা নেই । ইস্টিশনে কেন এত ভীড়............।


*** ৪/২/২০১৮ ***