কান যে  নিল  কান যে নিল
কান নিয়েছে চিলে –
খুঁজবো  এবার চলো সবাই
নদ –নদী  সব ঝিলে ।


হাওয়ার  চেয়েও  প্রবল গতি
মন্দ  কথার রেশ-
নন্দ ঘোষের হিসেব যত
হয়না তবুও শেষ !


দিনের পরে দিন আসবে
আধাঁর  পরে আলো-
পাষাণ বুকে পুস্প ফোটাও
দূর হবে সব কালো ।


হাওয়াই উড়ে বিমান উড়ে
উড়ে  বকের  ডানা –
তাহার চেয়েও উড়ায় বেশি
কইতে যাহা মানা !


ভালো জনে ভালো চিনে
মন্দ চিনে কালো –
পারো যদি শিকড় কেটে
মাথায়  জল ঢালো !


হায়রে মানুষ এমনি তরে
এই দুনিয়া চলে -
ফুল নেই তার  ফল বেশি হয়
মরু ভাসে জলে !