কোন দেশেতে পলাশ ফোটে
বিলের পরে বিল
সূর্য ডুবে আবির মেখে
আকাশ ছ্ড়ায় নীল ।


মাঠের পরে মাঠ ছাড়িয়ে
সবুজ -শ্যামল  গাঁ
ডাহুক ডাকে  শিউলি ফুটে
শিশির ভেজায়  পা ।


কোন দেশেতে তপ্ত দুপুর
উদাস করে মন
বটের ছায়ায় কৃষাণ-চাষী
কাটায় শীতল ক্ষণ ।


টুপ টুপ টুপ আলোর নাচন
বর্ষা আকাশ কাঁদে
শাপলা ফোটে  কলমি দোলে
মাছ পড়ে রোজ ফাঁদে ।


ঘু ঘু ঘু ঘুঘু ডাকে
কোকিল শ্যামা গায়
বউ কথা কও, ফিঙ্গে নাচে
বিমল বাতাস যায় ।


কোন দেশেতে খুঁজে পাবে
এত সবুজ ছবি
শিল্পি আঁকে আপন পটে
গান গেয়ে যায় কবি ।


কোন  সে দেশে সুনিল আকাশ
ভাসায় মেঘের ভেলা
জোছনা ঝরে চাঁদ হেসে রয়
রাতে তারার মেলা ।


কোন দেশেতে নদীর বুকে
নৌকা সারি সারি
উথাল পাথাল উর্মিমালায়
রুপোল মাছের বাড়ী ।
পাখি ডাকে গাছের শাখে
রাখাল বাজায় বাঁশি
সেই তো মোদের বাংলাদেশ
আমরা ভালোবাসি ।