#  #



মানুষই মানুষের আজ বড় দুশমন
বিষে ; বিষিয়েছে মৃত্তিকা মন
মাটি - মৃত্তিকা বুক জল- স্থল
ধ্বংস বিনাশ যত আপনার ফল ।


এভাবে পেরিয়ে গেছে পৃথিবীর আয়ু
বদলেছে রুপ রং আর জল -বায়ু
ভয়াবহ যত ক্রোধ আরশে খোদার
মানুষের হাতে গড়া সেই অনাচার।


খোদার বিধান ত্যাজি যত পথ মত
বাড়িয়েছে ঋণ যত বেদনার ক্ষত
নির্মল বাতাসে ভাসে বিষের গতর
জলে ও জমিনে আজ দানবের ঘর।


যদি পারো ফিরেএসো -এই হাহাকারে
ভরবে ধরণী বুক ফের সুবিচারে,
বক্ষ ভরিয়ে লও ঐশি বিধানে
আসবে নতুন দিন পাখিদের গানে।


আগামির আবাস হোক শুভ্র বিভাস
মানুষেরা হয়ে যাক স্রষ্টার দাস,
মানুষের তরে নহে মানুষের পূজো
সৃষ্টিকে নয় ; তার স্রষ্টাকে খুজো।


জল আর জমিনে আজ যত জঞ্জাল
মানুষের হাতে গড়া কর্মের ফল,
ফিরে এসো, আর নয় চোখ ভরা জল
নতুন আলোক রবি করে ঝলমল।।