আজ কোথায় লুকাস তোরা ?কোন ভূবণে
(যারা)এটমে পুড়িস মানুষ লালসার রণে ,
বোমারু বিমান গুলো কোথায় তোদের
নিজেই বন্ধী  কেন ? শক্তি তো ঢের !


যদি পার , আর ডাকো সব সাথীদের -
মোকাবেলা কর সবে খোদার ক্রোধের
জানি জানি পারবে না , ফিরে এসো ফের
আশ্রয়ে থাকি সবে মহান রবের ।


আনবিক বোমা যত , যত ক্ষেপণাস্ত্র
মজুদ শক্তি কত , তবু কেন তস্ত্র ?
ছলনা বাহানা কত মানুষ মারার
বিনাশ করেছ সুখ ;ঘুমের পাড়ার –


ঠুনকো মোহের তরে ভুলে গেছো সব
অগনণ নেয়ামত ; আপনার রব ।
আর নয় খুনো -খুনি ,স্বার্থের বাহানায়
নুহের কিস্তি ভাসুক শান্তির মোহনায় !


ফুল ফসলের হোক
মানবিক বিশ্ব
সাদা-কালো একাকার
আর যারা নিঃস্ব !