কখনো বা মনে হয় পুরোনো চিঠির মত
লুকোই স্বযতনে পৃথিবীর যাপিত জীবন
নীলাম্বরী আকাশ লুকোয় স্তন তার মেঘেতে যেমন
প্রাপ্যতার পলক ঝরে - ঝরে পড়ে পাঁপড়ির ভাঁজ
কোমল গন্ধ ছড়ায় হলুদ খামটি আজো-
বিম্বিত বিপ্রতীপ আয়নার মুখ ।


অরণ্য আঁধার হয় কৃষাণের চাষের জমিন
সমস্ত পতনের মুখ ডেকে যায় নিরস বদনে
তবুও উত্তোলিত হয় এই সব উপত্যকার হৃদয় গহীন ;
ক্লান্তির ঘুম ভেঙ্গে জেগে ওঠে একটি পাখি -
ডানা তার মেলে ধরে দিগন্ত - গগনে ।


সমস্ত নির্জণতায় বিহঙ্গ এমন
খুজে ছিল গুগলে তার প্রিয়জন !
নিরুত্তাপ হেঁটে চলে ক্লান্ত পথিক
গুগল কী খুঁজে দেবে সব প্রয়োজন ?
তবুও হাঁটা-হাঁটি নীল বিপ্রতীপে
হীমযুগে কেহ যেন দেবে উত্তাপ !


চুপিস্বরে হাঁটিতেছি তার পিছু পিছু
মুদ্রিত হয়ে যাই  ক্যানভাস এক
ঠিক যেন কবিতারা ; কবির আবেগ ।


( ১৬/২/১৮)