অদ্ভুত আঁধার  এক ঘিরে রয়েছে আমাদের
আমাদের কল্পনার ঐশ্বয্য ,রঙহীন পান্ডুর মুখ
আলো-আঁধারিতে খুঁজে ফেরে- প্রগতির তেজি ঘোড়া
নিয়ন আলো ; ঠিক মুছে যায় সাভ্যিক বাহানায় ।


অথচ সান্ধ্য আলোয় ভাসে - ভেসে ওঠে ক্লেদের শরীর
বিবর্ণ নিয়তি , যেন চর্বিত তৃণের ছায়া
আমরা হাঁটিতেছি পথ থেকে পথে ;
সভ্যতার প্রান্ত সিমায় ...............।


জেগে রয় পৃথিবী , তাবৎ প্রগতির পায়রা
জলের গন্ধ মুছে উড়ে যায় পানকৌড়ি এক
সিমাহীন উড়োউড়ি আমাদের ; স্বপ্ন সারস
বেশতো ভালই আছি আমরা সবাই-
যত দোষ , হয় যদি হোক - ঐ নন্দ ঘোষ !