তুমি নিরুপমা বলে আমি ছুটে যাই
লাল লাল পিঁপড়ের আদিগন্তে-
পথ চলি আনমনে স্পর্শে তোমায়
একেবেঁকে বয়ে চলা নদীটির ছোট ছোট ঢেউ
ছোট ছোট রুপোলী মাছের ঝাঁক
বিকেলের অস্তচল সূয্যের মত
বেদনার ক্লিষ্ট দেয়াল পোড় খাওয়া যৌবন
সিটিদেয়া ট্রেন চলে; সময়ের প্রজাপতি উড়ে দেয় কেউ।
সন্ধ্যার গোধুলীর রঙ মেখে সারাটি দেহ
একটি বর্ষন মুখর সন্ধ্যার প্রতিক্ষা
বসন্ত থেকে আরেক বসন্তের মসৃন সুর
কুয়াশায় মুখ ঢাকি শিশিরের ভিজে ঘাস
না হয় ঘাসের মত সবুজ প্রচুর
তোমায় লোভিতে ছুটি দূর বহুদুর।।