একদিন বসেছিনু ঠিক তোমাদের সাথে
দিগন্ত জোরা স্বনালী ধানের ক্ষেতে-
যেখানে সরু সরু মেঠো আল একে বেঁকে
জড়িয়ে রয়েছে দাঁড়ায়ে সোনামুখী ধানের শরীর
হিজল-তমাল শাখে বসেছিল বিকেলের রোদ
স্নিগ্ধ গোধুলী আভায় মেখেছিল বিকেলের রঙ
দাঁড়কাক বসেছিল পাশা পাশি আমাদের-
ঠিক যেন ছবির মতন গ্রাম চলে পাশা পাশি।
একদিন চলে গেছে তোমাদের আমাদের ছেড়ে;
বহুদূর অজানায় হাত নেড়ে নেড়ে
ধুসর হাঁসটিরে খুঁজে ফিরি তোমাদের মোহে
হয়তো ঘুঙ্গুর পায়ে হাটিতেছে কোন এক মাঠে
এই মাঠ ঘাসদের ভিজে ভিজে পা
একদিন খুঁজি তারে প্রতিদিন-তবু সেই কেন আসেনা ।।