মস্তবড় আকাশটাকে হাত বাড়িয়ে ডাকি
রঙ তুলিতে রঙের বাহার
অবাক চেয়ে থাকি,
এলিয়ে খোঁপা রাত্রী নামে-
দীঘল কালো চুল
পিদিম জ্বালায় তারার মেলা
হরেক রকম ফুল !
সবুজ ডানার গাছ-গাছালী
রঙ ধুয়েছে রাতের;
মুখ উঁচিয়ে রক্তজবা
সু্য্য উঠে প্রাতের।
ঝিলমিলিয়ে জোনাক জ্বলে
ফুল পিন্দিছে নাকে-
বক পাখিরা আকাশ দ্যাখে
বাঁশ বাগানের ফাঁকে !
রাত দুপুরে ঘুমকে কাড়ে
তেপান্তরের লোক
ফুলের গন্ধ কিনবে নাকি?
আকাশ দেখা চোখ!!
জোসনা মাখা চাঁদের বুকে
খুলছে দোকান কে?
ফুলের হাসি পাখির গান
বিক্রি হবে যে !