জোসনা মাখা আধখানা চাঁদ
উঁকি দিয়ে মোরে ডাকে-
ফুল পাখি আর আলোর মেলা
নারকেলের অই ফাঁকে।
সারা রাতভর  পাপিয়ার ডাক
কেড়ে নিয়ে যায় ঘুম-
তারারাও হাসে চাঁদের সাথে
বনভূমি নির্ঘুম !
নীল সবুজের বেনারশি পড়ে
জোছনা মেয়ে হাসে,
মৌ মৌ মৌ ভরে যায় মন
শিউলি ঝরার মাসে।
নির্ঘুম যায় সারারাত জেগে
ঘুমোতে পারিনা হায়-
কাব্য-কথার বীজ বুনে যাই
জোছনার আঙ্গিনায় !!
নবযৌবনা কুমারী চাঁদ
হাত ছানি দিয়ে ডাকে-
হাসে কুহেলিকা;কোহেকাফ নারী
জোছনা নেকাবের ফাঁকে ।
নিরব প্রকৃতি;নিরাবরন চোখ
অপলক চাহিয়া থাকে-
সারা দুনিয়া  পড়িয়া সিজদায়
তার নামে শুধু ডাকে !!
হাসে চাঁদ হাসে তারা
অবারিত মাঠ-
খুলে যায় হৃদয়ের
জানালা-কপার্ট !