নেই চাঁদ,চাঁদের স্নিগ্ধ পরশ
জোসনা মাখা মায়াবী সন্ধ্যা
জোনাকির ঝিলি মিলি
হুতুম পেঁচার ডাক
রাতভর ডাহুকের কান্না
ফুর ফুরে সুভাসিত চাঁদের হাট
চাঁদ মামা,চাঁদের বুড়ির চরকায় সূতো কাটা
ঘাঁস ফড়িং এর পিছনে দিনমন ঘোরা ফেরা
গল্পের কথামালা ;নেই জোসনার উদ্ভাস
ব্যস্ততার প্রগাঢ় দেয়াল
উন্মনা বিড়ালের উদ্মাদনা
সহাস্য ঐতিহ্য ,ঢেকি ছাটা চাল
মায়ের আদুরি উনুন,চাষীর লাংগল- জোঁয়াল
মায়াবী চোঁখে তাকায় যাদুঘরের পাটাতন
ঘন কালো মেঘের ক্যানভাস ঢেকেছে আপন ভুবন
দাঁপটি নেংটি ইঁদুর
বিষাক্ত ফরমালিনের দাপা দাপি
শহর থেকে দূর গাঁও গেরামে
গেরাম থেকে শহুরে অলি গলিতে
নেই চাঁদ ; চাঁদের মায়াবী আঁচল
জোসনার নেকাবে হাটে আগামীর চাঁদ
শতাব্দী থেকে শতাব্দীর প্রান্ত সিমায়