একদা আকাশে ছিল সীমাহীন উদারতা
শুভ্র স্নিগ্ধ মেঘের বাহারি আলাপি আসর
শিশির ভেজা ভোরে দোয়েলের অবিরাম শীষ
কুমারি ধানের মাতাল গন্ধে মুগ্ধতার হাতছানী
নরোম ঘাঁসের ডগায় রাখালি বাশির সুর
আমার অনুরুদ্ধ জানালায় ভাসত সুরের আবেশ
এখানে কাজলা দিঘির জলে বুনো ডাহুকের জলকেলি
কলমি লতার বিমুগ্ধ দোল খেলা
এখানে খুঁজে ফিরি আমার শিশুকাল ;হারানো শৈশব
যেখানে কালোচুল এলিয়ে খোপা-
ডুব ডুব কোড়াদের ভাসত ডুবুরি মুখ
আজ সেখানে চলে দুরন্ত ছেলেদের
ক্রিকেটের ব্যাট,ছক্কার সুখ ।
তিস্তা মেঘনা যমুনা আত্রাই মায়াবী চোখে চায়
হলুদ শরীরে ডাকে মায়াবী সারস
পুর্ণিমা চাঁদ খানাও মলিন প্রায় ।
ধানসিড়িটির তীরে উড়ে না'ক গাংচিল
বসে না'ক শালিকেরা হিজল শাখায়
বিপন্ন প্রহরে নাচে ধ্বংসের ঘুঘু
ডানা ভাংগা জোনাকিরা উড়ে ঝিল মিল ।
হাইব্রীড সুখ ,রোবটিয় জীবন
আসন্ন গ্রীষ্মে আমাকেও ছুটি দিয়ে দিও
সহসা না ফিরি যদি আর কখনো
ডানকিনি মাছটার রুপোলী ডানায়
এক খানা চিঠি লিখিও
আমি বহতা নদীর বুকে ভাসাব জীবন
নীড়হারা ঢেউয়ের মতন !!