সেই পথ সেই নদী আলোকিত চাঁদ
মাটির গন্ধ ভেঁজা নল খাগড়ার বন
মা মাটি মানুষের প্রীতি ডোরের অবিচ্ছেদ বন্ধন ;
কত রোদ্দুর ঢেকেছে মেঘে-
কবিতার কাঁশবনে দুলছে তিস্তার চর
সেই কাগজের নৌকা ; পুতুলের সংসার ।
সেই মাটির গন্ধে হাটিতেছি অনন্তকাল ধরে
পৃথিবীর বুক থেকে আরেক পৃথিবীর পথে
হাটুরে মানুষের মত , ভাসমান মেঘের মতন
দৌড়াচ্ছে মানুষ,সময়ের হৃদপিন্ড
রেডিয়াম ঘড়ির কাটা -
চলন্ত ট্রেনের সাথে যেন দৌড়ানো গাছ পালা
বাড়ী - ঘর এমন কি গ্রামের পর গ্রাম ।
সেই সবুজের পর সবুজে ঘেরা গ্রাম
নারকেলের সেই উঁচু ডালে চুড়ুইয়ের বসত ভিটা
সজনের ঝিলি মিলি সোনালী-সবুজ ডালে
রামপারো ,তেলসারো ঝেঁচু আর পায়রা
বাড়ী বাড়ী ডালী কাঁধে ডেকে যায় ময়রা !
নদী নেই ঢেউ নেই শুকনো দিঘি
কিলিবিলি উড়োউড়ি মাছের ডানা
ডানকিনি বাঁশপাতারি চিলি ফুলবাচ্চা
চলে দিন হাটুরে মানুষ ; হাইব্রীড সাচ্চা !
চিঠি লিখার এখন অবসর কোথায় ?
মানব জমীন ;
এখানে জীবন যেন ডেমু ট্রেনের ইঞ্জিন
স্বাদহীন,বিস্বাদ স্বপ্ন সঙ্গীন ।
সেই চাঁদ জোছনার ফিরে দেখা হাসি
ফিরে দেখা সব স্মৃতি তবু ফিরে আসি ।।