জন্মেছ যখন,চিহ্ন রেখে যাও
মুগ্ধতায় ঋদ্ধ হোক
মৃত্তিকার গহীন হৃদয়
নরোম প্রেমের অতল স্পর্শে ছুঁয়ে যাক
দিগন্তজোড়া সবুজের পলল ভুমি।
জন্মেছ যখন,চিহ্ন রেখে যাও
তপ্ত ধরার জীর্ণতা,অন্ধকার ঠেলে
বরফ ধোয়া শীতলতায় ভরে যাক
একমুঠো ঝিলিমিলি জোছনালোক
হয়তো তোমার পদচিহ্নে জেগে রবে দীঘল রাত্রীরা।


জন্মেছ যখন, রেখে যাও চিহ্ন একরাশ
আঁধারের বুকচিরে আলোকের সন্ধ্যা অমোঘ
মাঠে ঘাঠে সবুজের বুক থেকে মেখে নাও রঙ
রুপোলী মাছের ডানায় লিখা থাক
শুদ্ধতার একমুঠো স্মৃতি কথা...।
হয়তো চলে যাবে একদিন
যেতে হবে চলে......
সবুজের মাঠ ছেড়ে আরো দূরে
হয়তো বা কথা র’বে অক্ষয়
অক্ষর বিন্যাসে।
আলোকিত কর নিজেকে;নক্ষত্র-মৃত্তিকার গহীন বুক
জন্মেছ যখন,চিহ্ন রেখে যাও
কালের সাক্ষ্যি হও
নিরন্তন বহে চলো আগামীর নাও।।