মৃত্তিকার গহীন প্রেমে বেড়ে উঠি
আর যারা প্রোত্থিত ,সবুজের বুক
অফুরান শীতলতার নরোম মমতায়
দুলে ওঠে সবুজভ সপ্নভুমি
আমাকে বিদীর্ণ করে আগামীর প্রত্যাশা
কালের লাংগল এক ।প্রজাপতির ভগ্নডানা...
গভীর অন্ধকারের বুক চিরে
জেগে ওঠা সোনালী সম্ভাবনা ।
ডেউয়ের মাদকতায় ভরে যায় কৃষাণের মন
সবুজ ক্ষেতের স্বপন
ভরা ক্ষেতে কৃষকের চোখ
দোল খেলে কৃষাণির মোলায়েম বুক
যেন এক শাজাহান প্রেমিক পুরুষ
রক্ত ক্ষরণে গাথে মমতাজের শুভ্র দেয়াল
কেননা এ প্রেম ছিল মাটি ও মৃত্তিকার
এ প্রেম ছিল শুদ্ধতায় মিশে যাওয়ার
কেননা এ মৃত্তিকার নরোম প্রেম
শিখিয়েছে হাটতে প্রথম ;
কেননা এ মৃত্তিকার কোল
ঠাই দেবে ফেরাতে আপন!