নৈঃশব্দের এক টুকরো মেঘের শুভ্র ডানা
নতমুখে এসে দাঁড়ায়
শতাব্দীর প্রান্ত সিমানায়-
যেখানে প্রগতির ঘোড়াদের থেমে গেছে
হ্রেষা ধ্বণীর মৃদু কলরব
বিবর্ণ ছাইভস্ম উড়ে পৃথিবী ও
মানবতার।


সুখের কোকিল আজ ম্রিয়মান
অসুখের হাফরে কাঁদে নারী ও শিশু
হঠাৎ পুবান বাতাসে শুনি ফিসফাস আলাপন
কে যেন শাসিয়ে ওঠে আমার পৌরুষ কে
পুরুষ তুমি মানুষ হও
নারীর মত কোমল হও
হও আরো গতিময় ,নদীর মতন।


শুভ্র মেঘ হও , সবুজের ঘাস হও
প্রজাপতির ডানা হও
নন্দিত কবি হও, কবিতার খাতা হও
প্রসারিত হও আরো অকৃতিম বন্ধুর মত।


উড়ে যায় একহাড়ি নারীর হাসি
এসো বন্ধু হই,ভালবাসার নদী হই
মাতা হই , পিতা হই,জায়া ও জননী হই
ভ্রাতা ও ভ্রাতৃ হই,মাটির বিছানা হই
এক সাথে মিশে রই-
আদি পিতা আর মাতার মতন ।।                  


( “অলক্ত করবীর কান্না”পান্ডুলিপি থেকে)