ইদানিং বেশ বন্ধুর সময় পার করছি আমরা
যখন প্রতিটি মানব দেহে বাস করে
আধখানা অশরীরি আত্না
উপর্যুপরি এক একটি বিভেদের ঢেউ
ভেংগে ভেংগে নিঃশেষ প্রায়
মানুষে মানুষে যোগ, সভ্যতার বন্ধন
বিধবংসী সাইক্লোন ধাবমান ঝড়
এফোড় ওফোড় চাষে মানব জমীন
ক্রমশই বাড়ছে রুগ্ন মানবের হাহাকার-
বঞ্চিত শ্রমি্ক,নারী ও শিশু
কোমল পৃথিবীর বুক
খামখাই প্রতিবাদের কঁচি দেহে জাকিয়ে বসে
শোষকের বিভৎস শরীর
সংগীন শকুনের দল খাবলে খায়
নারী ও শিশুর অনাবিল হাসি মুখ
নিমর্ম হাতুড়ির আঘাতে পিষ্ট আগামির পৃথিবী
অনিয়ন্ত্রিত প্রযুক্তির যাতাকলে বন্ধি আমার আমিত্ব
নিজস্ব জমির উপর আগাছার চাষ বাস
নিজস্বতা হারিয়ে প্রায় নিস্প্রাণ বাঁচার লড়াই
যেন ফরমালিনের কফিনে মোড়ানো
একটি তরতাজা রুপোলী ইলিশের নিথর দেহ !