দোয়েল কোয়েল শ্যামা
টুনটুনি মুনিয়া-
সাদা বক বালিহাঁস
চিনে গোটা দুনিয়া।
টিয়ে আর চন্দনা
সবুজের নারী
কাদাখোঁচা গাঙ চিল
আছে সুকসারি ।
ঘুঘু ডাকে মৃদু বায়ে
পেঁচা ডাকে সন্ধ্যায়-
টুপ টুপ ডুব দিয়ে
মাছরাঙ্গা গান গায়।।
চুড়ই বাবুই পাখি
শালিক আর ফিঙ্গে
দাড়কাক দাড় বায়
সোনার এক ডিঙ্গে ।
বুলবুলি ময়না কোকিলের মধুগান
কাকাতুয়া কবুতর পানকৌড়ি খায় ধান
শকুন সারস পাখি;পাতিহাঁস আদুরে
ময়ূরের নাচ দেখে
কেঁদে মরে বাদুড়ে !
রাজহাঁস কানিবক
ডাহুকের কান্না
কাঠ ঠোকরা কাঁঠ কাটে
কাক করে রান্না !
ধনেশের ঠোঁট বড়
শকুনেরা বাঁচে বেশ-
ভালবেসে গান গায়
পাখিদের নেই দেশ ।।
ফুলের হাসি পাখির হাসি শিশুতোষ পান্ডু লিপি থেকে।