হিম প্রবাহে পাহাড়সম পাথর কেটে কেটে
দুর্গম বন্ধুরপথ মাড়িয়ে আসে সে মহাপূরুষ
মুখে উজ্জল প্রভার বিকিরণ......
প্রদীপ্ত মানবতার বাণী শোনায় ।


ঝুকে পড়ে বারং বার
আগামী সমাজ বিনির্মণের ডাক
গড়ে তোলে মানবতার কর্মী একঝাক
নিশানায় যাদের মিথ্যার দেয়াল নিস্তব্ধ,নির্বাক !


সহসা গর্জিয়ে ওঠে কামান সমান-----
মুহাম্মদ (সাঃ)আদর্শ সমাজ সেবক
ঘুচে যায় সকল অমানিশা বেদনার
জ্বলে ওঠে মশাল এক সোনালি আলোক।


আদিম হিংস্রতা খান খান হয়ে যায়
উঠে নির্ল্পত পর্দা,হামাগুড়ি দেয় শত নৃপতি
কালের খেয়ার হিম প্রবাহ কেটে
মুহাম্মদ (সাঃ)হয়ে ওঠে এক অনিবার্য সমাজপতি !