** **
পাহাড় থেকে নেমে আসা ঝর্ণামেয়ে
ভেসেযায় শুকনাপাতা সুখেরা আমার
ভাসতে ভাসতে আটলান্টিক থেকে
বরফের ভাসমান মহাদেশে ; বুকের ভেতরে বুক মেলায়......।


বাতাসে শব্দের ভ্রুণ ফুল হয়ে ফোটে
আর আমি ভেসে যাই মেঘের ভেলায় ,
বিবর্ণ মুখোচ্ছবি -ভাসে সুখের বিন্যাসে
সুখেরা আজ নির্বাসিত বসন্তের বনে ।


হৃদয়ের জমি-জমা খরায় পুঁড়ে
প্রিয়তমার মুখ লুকোয় জলের মিছিলে,
ভেসে যায় শুভ্রমেঘ ; নির্বাসিত সুখ
শস্যেরা জেগে ওঠে ঐ সমতলে।
আমি তারে ডাকি, নাকী সে ডাকে
আমারে ?