তোমার মিজানে মেপনা আমায়
প্রভূ গোপনে ক্ষমা করে দিও
অপরাধে মোর শাস্তি নহে
বুকে টানিয়া নিও ।


তোমার নেয়ামত কত শত পাই
রহম করুণায় ভাসি
তবুওতো ভূলি আপন খেয়ালে
পাপ করে ফের হাসি ।


এমনি তরে কত দোষে দোষী
হিসেব যত জমা
অপরাধে মোরে অপরাধী করো না
করে দিও সব ক্ষমা ।


করুণা দিয়ে  পার করে নিও
শেষ বিচারের দিনে
না  হয়  আমিই খেলাপি থাকিব
চিরদিন তোমার ঋণে ।


তোমার  আলোয় আলোকিত করিও
আমার মনের দোর,
সতত দিও করুনা তোমার
তিমিরে  যেমন ভোর ।


তোমার মিজানে মেপনা প্রভূ
আমার  যত অন্যায়
গোপনে ক্ষমিও পাপ যত মোর
তোমাতে  করিও লয় ।।