এখানে সাদা মেঘের শুভ্র সকাল
হৃদয় স্পন্দিত হয় সদা ঘাসের ভেতর
সেখানে কি ছিল কেহ একাকী বিজনে
কেটেছে সকাল যেথা আমার - স্বজনে -


কাকডাকা ভোর ডাকে , মেটো আলপথ
সেই খানে খেলা করে আমার তাবত
আর যারে দেখি রোজ স্বপ্নে বিভোর
ঝিঁঝিঁদের রাত জাগা মসৃণ আদর ।


আমার পতাকা উড়ে বাংলাকে দেখে
জেগেছে শিমুল পলাশ তার রুপ মেখে
পদ্মায় ফুটে ওঠে ইলিশের ডিম
আষাঢ়ে আশার মেঘ ঝরে রিমঝিম ।


মৌমাছি সুখ খুঁজে সর্ষের ক্ষেতে
পথিকেরা রঙ মাখে পথ যেতে যেতে
সাদা বক চক চক উড়ে সারা দিন
রাত জেগে ডাহুকেরা শোধে কার ঋণ ?


জেগে রয় সবুজের কোন এক নারী
জোনাকির ঝিলিমিলি সোনা রঙ শাড়ী
মায়ের আদরে চুমি প্রকৃতির ঘ্রাণ
প্রিয় স্বদেশ - তুমি মমতার প্রাণ...।