ভস্মস্তুপের উপর নিঃশ্চল দাঁড়ায়
মৃদু কলরব ;উড়ে যায় কালের বাতাস
ভগ্ন ডানাটি তার - প্রজাপতি বিবেক যখন-
আর ভাঙ্গে পৃথিবী- মৃত্তিকা মুখ ,
জংলি মানুষ হায় ! মানবের খোলসে ফানুস ।


সভ্যতার ফুলবাগে চৈতালী রোদ
চৌচির ধারিত্রী আজ নিরস জমিন
বারুদের গন্ধ নয় , বিধ্বংসী রেস
বিষণ্ণ জোছনার রুপ ; পাংশুটে প্রায়
হয়তো মিলবে তারা -
আরেকটি হিরোশিমার প্রাণহীন মৃত্যু উপত্যকায় !


উন্মক্ত উদ্মাদনার বাজে সাইরেন
ক্ষীপ্র হায়েনারা ছুটে আসে বেশ-
জল ঘোলা  করার ছুতোয় চরা সুদের মাশুল গুনে
সিরিয়া, আফগান -কাশ্মীর থেকে বশরার গোলাপকুল
ঝড়ের তান্ডবে নির্জীব মৃত প্রায়
আরাকানের নরোম মৃত্তিকা মুখ  .........



হয়তো এভাবেই গড়ে ওঠে
একটি সভ্যতা  থেকে আরেকটি সভ্যতার কচি মুখ
সিন্ধু থেকে মহেঞ্জোদারোর ধূলোট পান্ডুলিপি
রাগে - অনুরাগে হাঁটে কালের শামুক ।
***১০ / ২/ ১৮ **