দিঘল পথের শেষে কভূ যদি দেখা হয় -
খুঁজতে আমায় যদি হয়ে যায় ভোর
চোঁখের তারা  তোমার হয় ঘুম ঘুম
পৃথিবীর তন্দ্রা তাবত - নেশায় বিভোর  -


খুঁজিও আমায় ফের এই সব গাঁয়
ডানকিনি মাছটার রুপোলী ডানায় -


হাঁসেরা যেখানে রোজ  করে জলকেলি
অরণীয় আভায় রমণীরা আর এই মাঠের কৃষাণ
জালিয়ারা বসে রয়  ; যেথা জাল ফেলি  ।


এইখানে ঠিক  এই পথের শেষে
ধান কাটা হয়ে গেলে পড়ে রয় মাঠ
ইঁদুর ধানা খোঁজে গাঁয়ের রাখাল
শিমুল পলাশে ভরা টুক টুকে ডাল ।


এসো আরো কাছে এসো
গভীরে -শিকড়ে ;
পাবে তুমি সব সুখ ,
যাবে না তো  ফিরে ?