এখন এ এক অদ্ভুত অমা কালে
মৃত্যু এসে গল্প শোনায় ফণীমনসা’র ডালে।
পৃথিবী পোড়ছে চাঁদের আগুনে কেউ কি কারও নয়
অদৃশ্য এক জীবন নাশী শিয়রে কথা কয়।
স্পর্শ কর না, স্পর্শ করোনা, অস্পৃশ্য সব রক্ত টান
বেঁচে থাকাটা ই মুখ্য তবু প্রিয়জন নয়, নিজ প্রাণ।
কফিনে শোয়া স্বজন যত ঘুমিয়েছে তার কাছে
শেষ দেখাও হল না যখন, কী হারাবার আছে।
কমছে যতো মানবতা মানব হৃদে’র বায়ু
বিষ-বৃক্ষে লক্ষ্মী পেঁচা খেয়ে ফেলে নিজ আয়ু।
কিসের সাথে লড়ব আমরা, অস্ত্র’তে নাই ধার
শূন্য মাঝে অস্ত্র চালাই যুদ্ধ ছাড়া হার।
সে-এসে সব বুঝিয়ে গেল, হস্তী দেহ নয়
আবাবিলও করতে পারে উচ্চমার্গের জয়।
এখনও কতো মানবের পায়ে প্যাডেল ঘুড়ে নির্দ্বিধায়
বিধির বিধান এত প্রতিদান ঘামের দামে মুক্তি চায়।
রক্ষা শুধু করতে পারে পরম করুণাময়
করুণা ধারা বর্ষিত হোক, অভিসম্পাত নয়।
কৃষ্ণপক্ষ যাক ওড়ে যাক বিশ্ব ভরুক তরু-ফুলে
আলিঙ্গনে নীল দরিয়া সূর্য আনুক রোজ তুলে।
প্রার্থণাতে এই প্রভাতে সব মানুষের জয়গান
সকল প্রাণী সকল বাণী সকলে পাক মুক্ত-প্রাণ।
হয়ত আমরা পৌঁছে যাব অভিপ্রেত বন্দরে
হাত মেলাবে সবাই যেদিন, বুক মেলাব অন্দরে।                                                  
                                
                                (০৮ই জুলাই, ২০২১)