আমি কি নেই কোথাও
এ উপত্যকার লোককাহিনীর সদা উদ্ধৃত গল্পে
মানুষের মুখেমুখে উপকথা
সন্ধ্যায় স্থিমিত আলোছায়ার মায়াভ্রম উপমায়
আমি আশা পেয়েছিলাম। উনিশ বছর অপেক্ষার প্লাটফর্মে দাঁড়িয়ে শেষবগিটার যে টিকিট কিনেছি আক্ষেপের দূর্ঘম অরণ্য হতে, গন্তব্য সে তো সুুদূরের পাড়ে।


দেড়যুগ সে তো কম নয়
রোদে পুড়ে যায় রোদ, বৃষ্টিতে ভেসে যায় ক্রোধ
শত স্টেশন পেরিয়ে, যন্ত্রণার শিখা পুড়িয়ে
বরফের আস্তরণ মাড়িয়ে, ধোঁয়ার কুণ্ডলী উড়িয়ে
যখন পুষ্পিত সৌষ্ঠবে ট্রেন এলো, অবশেষে
দেখি অনুভূতির সীমান্ত পেরিয়ে
খুঁজছি নিজেকে, খুঁজছি প্রস্থান।


গানের আসরে সুরলহরী রাগের মর্মবেদনা
স্তব্ধ শ্রোতাদের অনুভূতির গহীনে মিলিয়ে সুর
দ্যাখি আমি নেই সুরে, বেসুরো গলায় তোলা তান
উনিশ বছরের আহ্বান, কানে এলে শুনি
নিশীথ রাতের মধ্যপ্রহরে ভেসে গেছে সবই
সাথে দেড়যুগ আগের আসর মাতানো
সেই কবিগানের কবি।