সারাদিন মন অবাধ্য বচন,
বিভেদের রেখা তুলে দ্বিধা বিচরণ
কতবার বলেছি ভুলে যা, কত আর এভাবে হবে আবাহন।
অবুঝ মন শুনে না বারণ, সারাদিন শুধু তুমি তুমি।
কতবার ধুয়েছি-মুছেছি কত করেছি ধুরধুর
শেষে এসে বেলাশেষে, তার কথায় মিলেমিশে
দ্বিধা-দ্বন্দ্ব অবিশ্বাসে, মন সে তো অহর্নিশে
নিজের দৃঢ় বিশ্বাসে খুঁজে দেখি, বোঝে দেখি
অন্তঃপটে দৃশ্যপট তার নামই লেখা এ-কী।
                                      
(১৮ই জুলাই, ২০১৮)