তুমি আবার জেগে ওঠো
এই অকাল বর্ষণে দেখো আমি জ্বলে গেছি
ভুলে গেছি ফেলে আসা পথ,
তোমার ফিরিয়ে দেয়া সে-ফুল আজও
আমার হাতে বসন্ত নিয়ে আসে রোজ।


তোমার দেওয়া কথা আজ আমার আশ্রয়
তুমি নিদ্রার রাজ্যে কামনার দীপ জ্বালাও
সে-আলো আমি দেখেছি দূরের তীর্থ হতে।
উঠো, দেখো প্রজাপতির রঙ আমার স্কন্ধে খেলা করে
নীল আলোর ঝলসানো ফেলে আসা রাত
আমার তৃষিত চোখে বিশ্বাসের রূপকথা শোনায়।


তোমার জেগে উঠার অপেক্ষায়
পুড়ে যাওয়া বুকে জাগরণের সুর ওঠে
একবার শুনো সে-সুর, নিয়ে যাবে তোমায় মৌবনে,
বসন্তদূত এসে বলে গেছে আজ
তোমাকে ছাড়া কী আছে এই যৌবনে।


সন্ন্যাসী আমি সকল সম্ভোগ ছেড়েও
তোমাকে দেখতে পাওয়ার পিছুটান নিয়ে এসেছি
আমি তো ভুলে গেছি ফিরে যাওয়ার পথ।
বিস্তীর্ণ প্রান্তরে শুধু আলো আর আলো
ঝলসে যায় চোখ, দিগ্বিদিক যুদ্ধ জয়ের উচ্ছ্বাস
উঠে দেখো, একটু ছুঁয়ে দেখো আমার দীর্ঘশ্বাস।