জেনে গেছ নিশ্চয়ই, আমি এসেছিলাম শেষবার
যখন তোমাদের এসে গেছে হেমন্ত।
সিংহদ্বারে পরে থাকা শুকনো মালা
দেখেছি, রোদের সারগামে ভিজে গেছে পিঠ।
প্রেমিক আমি দিয়ে গেলাম প্রেম অকাতরে
জেনে গেছ নিশ্চয়ই, শেষবার রাজদণ্ড নিয়ে
গেয়েছি গান সাম্যের।
নিজের পা-ও আজ পেছনে হাঁটে, চোখও করে অবিশ্বাস
আকাশও মেঘে ঢেকে যায়, মুছে যায় শাশ্বত ধ্রুবতারা।
দিশাহীন প্রান্তরে দেখি প্রাণের সাথে প্রাণীর দ্বন্দ্ব
শেষ দেখা উজান বেয়ে নেমে গেছে
ঢেউ তোলা স্বার্থের পরগাছা।
ইচ্ছার বিরুদ্ধে অনিচ্ছায় প্রকাশিত হয়
ছুঁয়ে দেখার অন্তিমশয্যা।
জেনে গেছ অবশেষে, সেই সব দিন আর আসবে না
পুষ্পকলি নিরঞ্জনে শোভা দিয়ে যাওয়া
পথটাও আজ রাজদণ্ডে দণ্ডিত।


*বাংলা কবিতা স্মারক