চুপিচুপি মেঘ আসে তাই পাই না অবসর
মেঘ তাড়ানোর খেলায় আমি তোমার সাজা বর।
বৃষ্টি আসার সন্ধিক্ষণে বন্দী আমি গুঞ্জরণে
তোমার কথার দিশা ভুলে হয়ে গেলাম ঝড়।
ঝড় হয়ে তো ভালোই ছিলাম, ধ্বংস ডেকে দূরে এলাম
এখন আমি মেঘলা দিনে, ক্লান্ত হলাম বৃষ্টি কিনে
বৃষ্টি আমায় ভিজিয়ে দিয়ে তোমায় ছোঁয়ার ইচ্ছা নিয়ে
ভিজল আমার ঘর, তাই পাই না অবসর।
মেঘ তাড়ানোর খেলায় আমি হয়ে গেলাম ঝড়।
খেলার ছলে, ধারার জলে গেলে চলে
আপন ঠেলে সোঁদামাটির গন্ধ ভুলে ভাঙলো যে আসর।
মেঘের দলে গেলাম চলে, এই কথাটি মন যে বলে-
আবার আসব বাধা ঠেলে ‘কালবৈশাখী ঝড়’।


(২১শে মে, ২০১৯)