অন্তরালে আয়না ধরে সেই বালিকা
শেষ বিকেলে মনের ডালে বাতাস ফেলে
মৃদুল জলে পৃষ্ঠ টান ছড়িয়ে দেয়া
শারদ প্রাতে শিউলি তোলা অবন্তীকা।


সেই সময়ে কিশোর আমি সন্ধি কালে
রঙিন জামা পকেট ভরা স্বপ্ন পোড়ে,
সেই লগনে দূর গগনে খুব গোপনে
জোছনা আসে বাতাস ভাসে নগর জুড়ে।


প্রথম দেখা লোহিত-পাড় সফেদ শাড়ি
প্রথম ছোঁয়া বিজয়মাল্যে স্নিগ্ধ নারী,
আঁধার ঠেলে নিয়ন তলে জড়িয়ে গলে
গান গাইলে ভাসিয়ে জলে সোনার তরী।


অবন্তীকা চুলের বেণী দু’মুঠো রাত
অন্ধকারে ঝিঁঝিঁর ডাক শেষ প্রহরে,
আমার আলয় পূর্ব কোণে ডালিম ফুলে
গন্ধে আসে ভোরের আলো এই শহরে।


কাজল চোখে পরম সুখে সে শুধু যায়
সন্ধ্যা হলে অর্ঘ্য ঢেলে ঈশান কোনে
ফুলের লালে মিশে ই থাকো অবন্তীকা
হঠাৎ দেখা কাশের বনে সেই বালিকা।


(০৫ই জুন, ২০২১)