এক হাতে শিউলি বিকেল
বন্ধুরা সব ডাকছে যে
অতীত তুলে মন্দ বাসা
বিন্দু-বৃত্ত ভুলছে সে।


রাঙাপায়ে ফুলের পাপড়ি
কাঁটা লাগে দু'হাতে
হলুদ শাড়ি কমল বর্ণে
বিস্মৃত রঙ সেই রাতে।


উঠল জেগে সিঁদুর মেঘে
বিন্দুগামী সিন্ধুতে
আমার চোখে যেমন আমি
তেমন নই তো বিন্দুতে।


বন্ধু দোঁহের ক্ষণ অতি কম
ডেকে কী লাভ এইভাবে
এক হাতে শুকনো মালা
চিরদিনই তো শোকাবে।


যা ছিলো রেশ নৈবেদ্যতে
দিলাম তুলে দু'হাতে
চলে যাবে ভুলে যাবে
থেমে থাকা সেই রাতে।


(২৩শে অক্টোবর, ২০১৯)