সম্মুখে যাব যতটা রয়েছি পরে
ধুলোবালি আর শৈবালে ঢাকা আবদ্ধ সংসারে
খিলি খুলে সপাটে বেরুতে চাই।
আমার কোনো তাড়া নেই, নেই কোনো অভিসম্পাত
নেই জীবনের মায়া ছেড়ে অতীত খুঁড়া বিষ,
আমাকে তবু যেতে হবে নীলবসন্তের খোঁজে।
হয়ত আমার জন্য কেউ বসে নেই,
নেই নৃত্যের তালে বরণডালার উৎসব।
তবু এগিয়ে যাব স্রোতে ভেসে
কিংবা ঝড়ের সর্বনাশে।
সব চাওয়াপাওয়া আজ অস্থির,
অস্থির আজ রক্তমজ্জায় বাহিত স্রোত।
কোনো লোভ আর আটকাতে পারবে না
না প্রলোভন; না কোনো সুন্দর চোখের
চমকে উঠা জাগ্রত চাহনি।
আমাকে যেতে দাও এ প্রাচীর ভেদ করে
সব মমতা আজ বুকের কোটরে ধরে,
পথভোলা পাখির মত ঠিকানা হারিয়ে
আজ আমার যাওয়া বড্ড প্রয়োজন।
আটকে রাখবে, পারবে না
আমি তো জানি গোপন কথাখানি
যে-কথা বলে লোক, বন্ধ ছিল আমার চোখ।
আজ স্মৃতিভারে আমি প্রতিশোধে মাতাল
আমায় যে ডাকছে ওই মহাকাল।